লকডাউন ও আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের খাদ্য বিতরন করলো আজমল ফাউন্ডেশন

মাওলানা আব্দুল খাবির, পশ্চিমবঙ্গ,এনবিটিভি:
উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালি ও জিবনতলায় ৬০০ জনেরও অধিক দুস্থ আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করেন করেন আজমল ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গ শাখার কো- অর্ডিনেটর মুফতি মোঃ নাজমুল হক সাহেব তিনি প্রচুর পরিশ্রম করে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে অসহায় দুঃস্থ ব্যক্তিদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন
প্যাকেজের ছিল চাল ডাল ছোলা চিনি খেজুর তেল সহ ঊনত্রিশ কিলো খাদ্যসামগ্রী।পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে ৪৮,০০০(আটচল্লিশ হাজার) ব্যক্তিকে এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় দশ হাজার ব্যক্তিকে খাদ্যসামগ্রীর প্যাকেজ দেওয়ার কাজ চলছে।
এলাকাবাসী আবহাওয়া দুর্যোগের কোন সমস্যা সত্বেও খাদ্য সামগ্রী বিতরণ করল।
খাদ্যসামগ্রী পেয়ে আবেগ ভরা কন্ঠে প্রাণ খুলে মাওলানা বদরুদ্দিন আজমাল ও সেরাজুদ্দিন আজমল সাহেব সহ আজমল ফাউন্ডেশনের সকল কর্মকর্তাদের জন্য সার্বিক মঙ্গল কামনা করেন এবং ভারতবর্ষসহ সারা পৃথিবী যেন করোণা ভাইরাস মুক্ত হয় সেজন্য সকলে দোয়া আবেগ ভরা কন্ঠে মহান প্রভুর কাছে প্রার্থনা করেন।
উপস্থিত ছিলেন আজমল ফাউন্ডেশনের অফিস ইনচার্জ মুফতি ইসরাইল সহকর্মী মাওলানা আব্দুল খাবির,আব্দুর রাকিব মুফতি ফাজলুল্লাহ মাওলানা আখতার মাওলানা মনিরুল ইসলাম মুফতি রফিক মুফতি কুতুবুদ্দিন সাহেব সহ আরো অনেকে।

Latest articles

Related articles