
মানিকচক: কালিন্দ্রি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক ও শিক্ষকদের নাচের ভিডিও ভাইরাল হওয়ায় এলাকায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে তদন্তের দাবি তুলেছেন।
স্কুল কর্তৃপক্ষ তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল, যার শেষ দিন ছিল বুধবার। ওইদিন ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গানের আসরও ছিল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক নাজিবুল হকসহ অন্যান্য শিক্ষকরা মঞ্চে ছাত্রীদের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে।
বিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র মোহাম্মদ রহমত বলেন, “স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ধরনের নাচগানের আয়োজন অপ্রত্যাশিত ও অনভিপ্রেত। বিষয়টি তদন্ত করা প্রয়োজন।” তবে এ নিয়ে প্রধান শিক্ষক নাজিবুল হকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কারণ একাধিকবার ফোন ও মেসেজ পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।
জেলা বিদ্যালয় পরিদর্শক (সেকেন্ডারি) বাণীব্রত দাস জানিয়েছেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত এবং খতিয়ে দেখবেন যে, বিদ্যালয়ে ঠিক কী ধরনের অনুষ্ঠান হয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন এই ঘটনায় কোনো পদক্ষেপ নেয় কি না।