এনবিটিভি ডেস্ক: অফিস টাইমে বাসে থাকছেনা কোন সামাজিক দুরত্ব। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ কলকাতার বিভিন্ন প্রান্তে দেখা মিলল একই ছবি। গত কয়েক দিনের তুলনায় কলকাতায় সরকারি-বেসরকারি বাসের সংখ্যা বৃদ্ধি পেলেও, সমান ভাবে সব রুটে বাসের সংখ্যা বাড়েনি। ফলে একাধিক রুটে বাস পেতে সেই নাজেহাল যাত্রীরা। ফলে যাত্রীদের দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সবচেয়ে অসুবিধার সম্মুখীন অফিস পাড়ার যাত্রীরা। বাস মিললেও থাকছে না কোন সামাজিক দুরত্ব। ফলে গা ঘেঁষে একসাথে যেতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। বেহালা,সল্টলেক,নিউটাউন,কামালগাজি বা রুবি যাওয়ার মতো বাস নেই যথেষ্ট সংখ্যক।
Related articles