অবশেষে অঙ্কিতা-সুশান্তের প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেতার বাবা, জানুন কী বলেছেন

এনবিটিভি ডেস্ক: সুশান্তের মৃত্যুর ১২দিন কেটে গিয়েছে। কিন্তু এখনও সুশান্তের বাবা বুঝতে পারলেন না যে কেন এমন করলেন ছেলেটা? কি কারণে এরকম মর্মান্তিক ঘটনা ঘটলো? একমাত্র ছেলের মৃত্যুশোকে খুব কষ্ট পাচ্ছেন তিনি। কিছুতেই তিনি নিজেকে সামলাতে পারছেন না। তবুও নিজের সব দায়িত্ব-কর্তব্য পালনে অবিচল রয়েছেন তিনি। সুশান্তের আত্মার শান্তি কামনায় রীতি অনুযায়ী সব শ্রাদ্ধশান্তি হয়ে গিয়েছে।

পাটনায় অভিনেতার বাড়িতেই সমস্ত কিছুর আয়োজন করা হয়েছিল। সুশান্তের মৃত্যু নিয়ে এতদিন কিছু না বললেও এদিন তিনি কথা বলেছেন। আর কথা বলতে গিয়ে অঙ্কিতার আসে। আর তখনই তিনি জানান যে অঙ্কিতা পাটনার বাড়িতেও এসেছিলেন। তার সাথে সুশান্তের বিয়ের কথা হয়েছিল ২০১৬-র শেষের দিকে। কিন্তু ২০১৬-র শুরুতেই তাঁদের দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ভেঙে যায়।

সুশান্তের বাবা এটাও বলেছেন যে তিনি রিয়াকে চিনতেন না। সুশান্ত বলেছিলেন যে করোনার জন্য এখন বিয়ে করা যাবে না। একটা ছবিও হাতে আছে। পরের বছর ফেব্রুয়ারি-মার্চ নাগাদ দেখা যাবে। অঙ্কিতা ও সুশান্তের বিচ্ছেদের প্রসঙ্গে তিনি বলেন, “ইয়ে তো সংযোগ হ্যায়। যো হোনা হোতা হ্যায় ও হোতা হ্যায়।”

Latest articles

Related articles