অ্যাকাউন্টে আজ থেকেই পড়বে টাকা, পড়ুয়াদের জন্যে বড় সিদ্ধান্ত মমতার

ট্যাব-মোবাইল কিনতে টাকা রাজ্য সরকারের। আজ বৃহস্পতিবার থেকে এই টাকা দেওয়ার কাজ শুরু হল। প্রথমে ট্যাব কিংবা মোবাইল দেওয়ার সিদ্ধান্ত নেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কিন্তু একসঙ্গে এতগুলি ট্যাব কিংবা মোবাইল ফোন না পাওয়াতে টাকা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। আর সেই টাকা আজ থেকে দেওয়ার প্রক্রিয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রাথমিকভাবে ভাবে প্রায় ৯ লক্ষ পড়ুয়াকে এই টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে আজ থেকে। উত্তর থেকে দক্ষিণ সবাইকে এই টাকা দেওয়া হবে। ১০ হাজার টাকা করে দেওয়া হবে। প্রথমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা পাবেন বলে জানা যাচ্ছে। পড়ুয়াদের অ্যাকাউন্টে এই টাকা সরাসরি পৌঁছে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Latest articles

Related articles