আমপান বিধ্বস্ত ২০ টি পরিবারের হাতে ত্রাণ তুলে দিল জাতীয় বাংলা সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, এনবিটিভি, ডানকুনি: জাতীয় বাংলা সম্মেলন হুগলি জেলার ডানকুনি শাখার উদ্যোগে কাল ডানকুনি পৌরসভার ২০নম্বর ওয়ার্ডে আমপান আক্রান্ত প্রায় ২০টি পরিবারের হাতে সাধ্যমতো সাহায্য তুলে দেয় জাতীয় বাংলা সম্মেলন।

এ বিষয়ে জাতীয় বাংলা সম্মেলন ডানকুনি শাখার কর্মী বাগবুল আর নাদিম জানান, “আমফান ঝড়ে এই গ্রামে অসংখ্য বাড়ি ঘর ভেঙে যায় মাথার ওপর দেওয়ার মতো ছাদ টুকুও কেড়ে নেয় এই অবস্থায় আমরা যথাসাধ্য চেষ্টা করি তাদের পাশে থাকার , আজ আমরা ২০ টি পরিবারের হাতে ত্রিপল তুলে দিতে পেরেছি আগামী দিনে আমরা চেষ্টা করবো আরও বেশি সংখ্যক মানুষের কাছে যেনো আমরা পৌঁছাতে পারি”.

Latest articles

Related articles