ইউএনওর হস্তক্ষেপে নাটোরে বাল্য বিবাহ বন্ধ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_704543263452747

 

জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার নাটোর

নাটোরের বড়াইগ্রামে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হয়েছে ৮ম শেণির স্কুল ছাত্রীর বিয়ে। বড়াইগ্রাম উপজেলার বড়পিঙ্গইন গ্রামে এ ঘটনা ঘটে।

ইউএনও আনোয়ার পারভেজ জানান, উপজেলার বাগডোব উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী স্কুল ছাত্রী খুশীর (১৩) বিয়ের ব্যবস্থা করেন তার বাবা বড়পিঙ্গইন গ্রামের আব্দুর রশিদ। গোপন সুত্রে জানতে পেরে তিনি বিয়ে বন্ধের জন্য বাগডোব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মেয়ের বাবার কাছে পাঠান।

এরপর প্রধান শিক্ষক রেজাউল করিম মেয়ের বাবাকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করেন এবং মেধাবী ওই স্কুল ছাত্রীর লেখাপড়া অব্যাহত রাখার স্বার্থে বিয়ে বন্ধ করতে অুনরোধ জানান। ফলে আব্দুর রশিদ তার মেয়র বিয়ে বন্ধ ঘোষণা করেন।

প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, খুশি অত্যন্ত মেধাবী ছাত্রী। তাঁর বাবা-মা নিজেদের ভুল বুঝতে পেরেই বিয়ে বন্ধের বিষয়ে একমত হয়েছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর