এক সপ্তাহে দুই পত্রিকা সম্পাদক গ্রেফতার মণিপুরে

মণিপুরের স্থানীয় সংবাদপত্র হুইয়েন লানপাও-এর সম্পাদক ধনবীর মাইবামকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ।।

শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে তিন দিন রিমান্ডে নেওয়া হয়।

এর আগে গত ২৯ ডিসেম্বর মণিপুরের সান্ধ্য দৈনিক ‘কাংলেইপাক্কি মেইরা’র প্রধান সম্পাদক ওয়াংখেমচা শ্যামজাইকে গ্রেপ্তার করা হয়েছিল। 

গ্রেফতার ধনবীর মাইবামের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং ১৯২৩ সালের সরকারি গোপনীয়তা আইনভঙ্গের অভিযোগ আনা হয়েছে বলে মণিপুর পুলিশ জানিয়েছে।

মাইবামের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর সংবাদপত্রে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণে এক পুলিশ অফিসারের মৃত্যু এবং ৯ নিরাপত্তাকর্মী আহত হওয়ার বিষয়ে এমন একটি প্রবন্ধ প্রকাশ করেছিলেন, যা সরকারের জন্য সমস্যা সৃষ্টি করেছিল।

Latest articles

Related articles