করোনাতেও থেমে নেই শিশু অপহরণ.
আতিয়া সুলতানা তাইয়্যিবা, স্টাফ রিপোর্টার,এনবিটিভি।
জামালপুর জেলার ইসলামপুর উপজেলাস্থ হারগিলা চর বাড়ি এলাকা থেকে শিশুদের অপহরন করা হয় বলে জানা যায়। অপহরকারীরা শিশুদের শিহাটা বাজারে রেখে চলে গিয়েছে। এতে ধারনা করা হচ্ছে যে করোনায় পরিবেশ ভালো ছিল না তাই রেখে চলে গিয়েছে অপহরনকারীরা। তবে কিছু লোক শিশুদের বাড়িতে ফোনে কথা বলছে। শিশুদের বাবা, মা জানায় তারা তাদের শিশুদের সাথে দেখা করতে চায়। তবে আর কিছু লোকের কথা ছিল থানায় ফোন দাও।
অবশেষে শিশুদের কে মেলান্দহ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
আপনার শিশু সন্তানদেরকে আপনার নজরদারিতে রাখুন। সন্দেহ ভাজন কোন লোক এলাকায় দেখলে পুলিশকে খবর দিন।
নিজে সতর্ক থাকুন এবং অন্যকেও সতর্ক করুন।