উপসর্গহীন করোনায় আক্রান্ত ব্যাক্তি থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে না:ডব্লিউএইচও।

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_1220179841646746

উপসর্গহীন করোনায় আক্রান্ত ব্যাক্তি থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে না:ডব্লিউএইচও।

এনবিটিভি নিউজ ডেস্ক:

উপসর্গহীন করোনা আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে সংক্রমণ ছড়ায় না। যদিও ছড়ায় সে ঘটনা গুটিকয়েক । সোমবার এমন একটি তথ্য জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইমার্জিং ডিজিজ বিভাগের প্রধান মারিয়া ভ্যান কেরখভ।

করোনা ভাইরাসের সুচনাকালে পাওয়া তথ্যে বলা হয়ছিল, করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এই ভাইরাস ছড়িয়ে পড়ে, তা করোনা পজিটিভ ব্যক্তিদের উপসর্গ না থাকলেও ছড়ানোর সম্ভাবনা থাকে

এর পর গতকাল এনিয়ে ডব্লিউএইচও’র পক্ষ থেকে নতুন করে এই তথ্য বলা হল।

তবে মারিয়া ভ্যান বলেন, কয়েকটি দেশের পরিসংখ্যান ও তথ্য থেকে এমন ধারণা করা হচ্ছে। এনিয়ে পুরোপুরি নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না, এ বিষয়ে আরও অনুসন্ধান প্রয়োজন।

মারিয়া ভ্যান বলেন, সরকারের উচিৎ এখন করোনা শনাক্তকরণের ওপর জোর দেয়া এবং করোনায় আক্রান্ত উপসর্গ ব্যক্তিদের আইসোলেশনে রাখা। সেইসাথে যারা আক্তান্ত ব্যক্তিদের সংস্পর্শে ঘুরাঘুরি করেচে তাদের চিহ্নিত করা এবং করোনা টেস্ট করা।

এদিকে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির আরো অবনতি হচ্ছে এবং আক্রান্ত দেশগুলোকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচও’র ডিরেক্টর জেনারেল ড. টেডরোস আধানম।

তিনি জানান, গত ১০দিনের মধ্যে নয়দিনই নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে এক লাখেরও বেশি করে। সর্বশেষ গত রবিবার এই সংখ্যার পরিমান ছিল এক লাখ ৩৬ হাজার, যা বিশ্বজুড়ে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর