নাজমুল সর্দার,নদীয়া,এনবিটিভি:
গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক কিশোরী। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার শান্তিপুর পৌরসভা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের কারিগরপাড়া এলাকায়। মৃত কিশোরির নাম সোনিয়া খাতুন (১৪)।
সূত্র মারফত জানা যায়, দীর্ঘ লকডাউন এর জেরে কর্মহীন ওই পরিবারের অভিভাবক এর জেরে প্রতিনিয়ত অশান্তি লেগে থাকত ওই পরিবারে। আজ সকালেও স্কুল পড়ুয়া ওই ছাত্রী মায়ের কাছে কিছু পয়সার বায়না করলে, বকাঝকা করে ওই ছাত্রীর মা। এরপরই অভিমানে ওই ছাত্রী বাড়ির বাথরুমে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বাড়ির অন্যান্য সদস্যরা বাথরুমে যেতে গেলে দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই ছাত্রী। এরপর স্থানীয়রা উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। শান্তিপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ওই কিশোরীর পিতা জাবেদ কারিকরের আরও দুই সন্তান বর্তমান।