মাদ্রাসা নিয়ে ভুল ধারণা উন্মোচনে NBTV, ফ্যাক্ট চেক পর্ব – 2

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2022-07-31 at 2.06.45 PM

আমাদের দেশে মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু মানুষের অভিযোগের শেষ নেই। রাজ্যের মন্ত্রী থেকে নেতা অনেকেই অনেক উল্টোপাল্টা মন্তব্য করেছেন মাদ্রাসা নিয়ে। কিন্তু সেসব মন্তব্যের সত্যতা কতটা! মাদ্রাসা নিয়ে ফ্যাক্ট চেকের দ্বিতীয় পর্ব আজ।

১) বর্তমানে পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে শুধু অমুসলিম শিক্ষার্থী নয় সাথে সাথে অমুসলিম শিক্ষকদের সংখ্যা দিন দিন বেড়েছে। বর্তমানে সরকারি মাদ্রাসাতে প্রায় ২৯ শতাংশ অমুসলিম শিক্ষক কর্মরত যা বিগত বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। তাই মাদ্রাসা শুধুই মুসলিমদের প্রতিষ্ঠান এটি একটি সাম্প্রদায়িক এবং ভুয়ো প্রচার। (তথ্যসূত্র: WBBME, The Statesman)

২) মাদ্রাসাতে পূজো গুলোতে ছুটি দেওয়া হয়না এটাও একটা ভুয়ো প্রচার। মাদ্রাসার ছুটির তালিকা দেখলেই বোঝা যায় দূর্গাপূজা এবং কালীপূজা মিলিয়ে প্রায় ১২ দিন ছুটি বরাদ্দ থাকে সাথে সাথে ঈদ উল ফিতর এবং বকরি ঈদে ছুটি থাকে যথাক্রমে ৩ এবং ২ দিন। (তথ্যসূত্র: WBBME)

৩) সরকারি মাদ্রাসার সিলেবাস নিয়েও অপপ্রচার করা হয়। মাদ্রাসাতে শুধু আরবি এবং কোরান পড়ানো হয় বলে যে অপপ্রচার করা হয় তাও সম্পূর্ণরূপে ভুয়ো। মাদ্রাসাতে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সহ সমস্ত বিষয় পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্ত। এবং ইতিমধ্যেই প্রায় ১৫০ টির কাছাকাছি মাদ্রাসাতে আধুনিক কম্পিউটার ল্যাব রয়েছে। (তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস)

(কোন খবর নিয়ে আপনার কি সন্দেহ রয়েছে, যাচাই করাতে চান আমাদেরকে দিয়ে? তাহলে পাঠিয়ে দিন আমাদের। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে এখানে ক্লিক করুন)

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর