এনবিটিভি ডেস্ক: বাঘের হানায় মৃত্যু হল কুলতলির এক মত্যস্যজীবীর। মৃতের নাম গোষ্ঠ নাইয়া। (৩৬)।
মৃত গোষ্ঠ কুলতলির নাইয়া পাড়ার বাসিন্দা। শনিবার সকালে তিনি তাঁর চার-পাঁচ জন সঙ্গীর সঙ্গে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সেসময় বাঘের কবলে পড়েন তিনি।
সঙ্গীরাই এলোপাথাড়ি লাঠি চালিয়ে বাঘটিকে তাড়ায়। কিন্তু ততক্ষণে মৃত্যু হয় গোষ্ঠ নাইয়ার। সঙ্গীরাই তাঁকে উদ্ধার করে কুলতলি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।