কাপড়ের মাস্কে করোনা দূর হবেনা! মাস্ক নিয়ে নতুন নির্দেশিকা WHO-এর

এনবিটিভি ডেস্ক: আর সাধারণ কাপড়ের মাস্ক, ঘরোয়া পদ্ধতিতে তৈরি কাপড়ের আবরণে কাজ হবে না। করোনা সংক্রমণ রোধে ফেস মাস্ক নিয়ে নতুন নির্দেশিকা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এই নির্দেশিকায় WHO জানিয়েছে, যে ক্ষেত্রে নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, সে ক্ষেত্রে সাধারণ কাপড়ের মাস্কে করোনার সংক্রমণ রোখা যাবে না। এ ক্ষেত্রে একমাত্র ত্রিস্তর বিশিষ্ট মাস্ক পরার পরামর্শ দিয়েছে WHO।

সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্স-কে দেওয়া সাক্ষাৎকারে WHO-এর মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ জানান, যাঁদের বয়স ৬০ বছরের বেশি এবং যাঁদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, গোষ্ঠী সংক্রমণ এড়াতে তাঁদের অবশ্যই ত্রিস্তর বিশিষ্ট মাস্ক পরা উচিৎ। সুতরাং, এগুলি তৈরি বা বিক্রির ক্ষেত্রেও যেন মিথ্যার আশ্রয় না-নেওয়া হয়৷

Latest articles

Related articles