গাইবান্ধায় অসহায় গরীব দুঃখীদের পাশে রুহি ফাউন্ডেশন।

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_603583500534945

মো: সাগর ইসলাম

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

বন্যা,নদীভাঙন,করুণ অসহায়ত্ব,কর্মহীনতা,অকালে স্বামীর বিয়োগ এ সকল বিশেষণকে বরণ করে বেচে থাকা মানুষটির নাম রুজিনা বেগম।গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ২নং উড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কটিয়ারভিটা গ্রামে তার বসবাস।ছোট্ট দুই মেয়ে আশা ও মিমকে নিয়ে বেচে থাকা যখন দ্বায় এমন দুর্দিনে সাহায়্যের হাত বাড়িয়ে পাশে দাড়িয়েছে রুহি ফাউন্ডেশন।
রুহি ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্বাবলম্বী, স্বচ্ছলতা ও মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে গৃহীত প্রজেক্ট”আস্থা”র মাধ্যমে আজ ১৬.০৭.২০২০ তারিখ পরিবারটির হাতে ১২ টি হাস,হাসের খাদ্য,খাদ্য সহায়তা ও নগদ অর্থ উপহার হিসেবে প্রদান করা হয়।সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা নিরলসভাবে পরিশ্রমের মাধ্যমে একটি পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন।গাইবান্ধা জেলায় “আস্থা” প্রজেক্ট দেওয়ায় কেন্দ্রীয় ও বিভাগীয় কমিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর