নাজমুল সর্দার,এনবিটিভি:
দীর্ঘ লকডাউনে আধুনিক প্রজন্মও থমকে গিয়ে ঘরের কোনে শীতঘুমে বাধ্য হয়েছিল দীর্ঘদিন। রেস্তোরাঁ, শপিং মল, গণপরিবহন ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার দিকে এগোলেও অনেক বুঝে শুনে পা ফেলছেন ঘরের বাইরে। এতদিন একমাত্র বিনোদনের পথ ছিল অনলাইন! কিন্তু তাতেও হয়তো একঘেয়ামী এসেছে অনেকের। তাই দিগন্ত বিস্তৃত খোলা মাঠে পরিবারের কনিষ্ঠ সদস্যদের নিয়ে লাটাই হাতে মেঘেদের সাথে ঘুড়ির লুকোচুরি খেলায় মেতেছেন।
পশু পাখিদের কথা খুব একটা না ভাবলেও, সদ্য ঘটে যাওয়া চিনা বিতৃষ্ণা থেকে নাইলন সুতো বাদ দিয়ে, কাঁচগুড়ো করে বাবা কাকাদের সুতোয় মাঞ্জা দেওয়ার সাবেকি আনন্দে ভাসলেন এ প্রজন্মের ছেলেমেয়েরা।
ঘুড়ি লাটাই সুতো বিক্রেতাদের সংখ্যা অনেকটাই বেড়েছে তাঁতিদের কাপড় বিক্রি না থাকায়। তবে তাদের মতে খরিদ্দারও গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে এ বছরে।
Related articles