গোবিন্দগঞ্জ থানা পুলিশের দুটি অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ৩ জন আটক:

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200613-WA0001

মো: সাগর ইসলাম।
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার এএসআই শওকত ও এএসআই মাসুদ রানার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরসভাস্থ বাধন পাম্পের সামনে দিনাজপুর হতে ঢাকাগামী শ্যামলী পরিবহন আটক পূর্বক তল্লাশি করে আসামি আলমগীর (১৯) পিতা রফিকুল ইসলাম সাং সুনাইচ( উৎথরাইল) থানা সদর জেলা দিনাজপুর এর সাথে থাকা ব্যাগে ৪০ বোতল ও একই বাসে থাকা অপর আসামি মনোয়ার সৈয়দ(৩৮) পিতা মৃত মন্জুর সৈয়দ বাসা নং ২১/৩, জয়নাগ রোড,লালবাগ,ডিএমপি এর কাছে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক আসামি আলমগীর ও মনোয়ার দ্বয়কে আটক করে। এদিকে দিনাজপুর হতে ঢাকাগামী হানিফ পরিবহন বাসটি পৌরসভাস্হ চক গোবিন্দ হাইওয়ে হোটেল মেগাস্টারের সামনে আটক পূর্বক তল্লাশি চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী আসামি রবিউল (৩২) পিতা মৃত রমজান আলী সাং বাজিতপুর ভাদুরিয়া থানা নবাবগঞ্জ জেলা দিনাজপুরের সাথে ব্যাগে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক আসামি রবিউল কে আটক করে। উদ্ধার কৃত ফেনসিডিলের মূল্য প্রায় ১ লাখ টাকা। আসামি রবিউলের বিরুদ্ধে আরো ৪ টি মাদক মামলা বগুড়া ও দিনাজপুর আদালতে বিচারাধীন আছে।আসামিদের বিরুদ্ধে থানায় দুটি মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর