চুয়াডাঙ্গায় নতুন করে পুলিশ সদস্যসহ করোনায় আক্রান্ত ০৩ : আজ পর্যন্ত আক্রান্ত ১৪৭।

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_2905401676237349

মোঃরেজাউল ইসলাম
জেলা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গায় আজ নতুন করে পুলিশসদস্যসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৭ জন। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৮৯ জন এবং মারা গেছেন একজন। জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে গত ৪৮ ঘণ্টায় ৬৫ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৩ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্ত তিনজনের মধ্যে আলমডাঙ্গা উপজেলার একজন, দামুড়হুদা উপজেলার একজন পুলিশ সদস্য ও চুয়াডাঙ্গা সদর উপজেলার একজন। নতুন আক্রান্তদের হোম আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে। জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। যেখানে ৫১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪১ জনই সুস্থ হয়েছেন আর মারা গেছে একজন। আলমডাঙ্গায় আক্রান্ত ৪৩ জনের মধ্যে সুস্থ ২৭ জন, দামুড়হুদায় ৪১ জন আক্রান্তে ইতিমধ্যেই ১৮ জন সুস্থ হয়েছেন। আর জীবননগর উপজেলায় করোনার শিকার ১২ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন। গত ১৯ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন আলমডাঙ্গা উপজেলার ইতালি ফেরত এক যুবক। সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান বলেন, করোনা মোকাবিলায় ঘর থেকে বের না হওয়ায় সব থেকে উত্তম। এরপরও জরুরি প্রয়োজনে বের হলে অবশ্যই মুখে মাস্ক পরে বের হতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর