উপজেলা প্রতিনিধিঃ
মো:সৈকত,
নীলফামারীর ডোমার উপজেলায় প্রথম কোন পল্লী চিকিৎসকের করোন শনাক্ত হয়েছে।এ নিয়ে উপজেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৪ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছে ১৮ জন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, গত ১৫ জুন নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।এর মধ্যে ২০ জুন রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রির্পোটে ডোমার ছোট রাউতা সাহাপাড়ার পল্লী চিকিৎসক (৫৪) রেজাল্ট পজেটিভ আসে।
আক্রান্ত পল্লী চিকিৎসকের জ্বর ও কাশি দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর পিসিঅর ল্যাবে পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার (২০ জুন) রাতে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্ত পল্লী চিকিৎসককে দ্রæত হোম আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হবে।