নাটোরের বাগাতিপাড়ায় বৃক্ষ রোপণ অভিযানের উদ্বোধন:

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20200614_020733_293

শিমুল আলী,
স্টাফ রিপোর্টার নাটোরঃ-

নাটোরের বাগাতিপাড়ায় সুুফল প্রকল্পের আওতায় প্রান্তিক ভূমি/প্রতিষ্ঠানে চারা বিতরণ ও বৃক্ষ রোপন অভিযান-২০২০ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে “মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ, বাড়াই বন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্ত্বরে গাছের চারা রোপন করে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় (নাটোর -১) সাংসদ শহিদুল ইসলাম বকুল উপজেলার জিমনেসিয়াম হল রুমে বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম ঠান্টু জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুস আলী, কৃষি অফিসার মোমরেজ আলী, উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম।

আলোচনা শেষে শেষে প্রধান অতিথির হাতে গাছের চারা তুলেদেন উক্ত অনুষ্ঠানের সভাপতি প্রয়িাংকা দেবী পাল। এছাড়া উপজেলা চত্ত্বরে গাছের চারা রোপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ শহিদুল ইসলাম বকুল এমপি

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর