ভোট!
গণতন্ত্রের উৎসব! নাকি আতঙ্কের!
নিহতদের আত্মার শান্তি কামনা ও সেন্ট্রাল ফোর্স এর গুলি চালানোর প্রতিবাদ সভা : রঞ্জিত পাড়া সাধারণ নাগরিক ।
ভোটের শুরুতেই
নির্বাচন কমিশনের নির্দেশ- প্রয়োজনে সেন্ট্রাল ফোর্স গুলি চালাতে পারে।
রাষ্ট্রের শাসক দলের নেতা সায়ন্তন বসুর বক্তব্য- “সেন্ট্রাল ফোর্স বুক লক্ষ্য করে গুলি চালাবে”
১০/০৪/১১ কোচবিহার,শীতলখুচীতে ভোট গ্রহণ কেন্দ্রে পুলিশের গুলিতে প্রাণ হারালো চারজন তরতাজা যুবুক।
যারা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক, দেশগড়ার কর্তব্য পালন হেতু ভোট উৎসবে সামিল হতেই ফিরেছিল ভিটেতে। কিন্তু এই উৎসবই যে হবে আতঙ্কের আঁতুর ঘর তা ছিল সকলের কল্পনার বাইরে…
এই ঘটনার ২৪ঘন্টা না কাটতেই রাষ্ট্রের শাসক দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য- “বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলখুচী হবে…”
সময় এসেছে সর্তক হওয়ার… এই ক্ষমতাদখলের লড়াইয়ে নিজেকে সুরক্ষিত রাখে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। এই অমানবিক হত্যালীলা নিপাত যাক , আমরা শহীদের বুকে লাগা বুলেটের জবাব দেব ব্যালটে…। এই প্রতিবাদ সভাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের রাজ্য সভাপতি সাজিদুর রহমান , তিনি বলেন শান্তিপূর্ণ ভাবে ভোট চলাকালীন কোনো রকম প্ররোচনা ছাড়াই কেন্দ্রীয় বাহিনী এই হত্যাকাণ্ড চালিয়েছে। নির্বাচন কমিশনের ড্রোন ক্যামেরা ব্যবহার করার কথা থাকলেও কেনো ব্যাবহার করা হয়নি ?
দোষীদের কঠোর শাস্তির দাবি জানান এবং দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুর উস্কানিমূলক বক্তব্যয়ের জন্য গ্রেফতারের দাবিও করেন।
উপস্থিত ছিলেন : আলি আকবর , আব্দুল মালেক রঞ্জিতপাড়া মোড়েরে সাধারণ মানুষ।