প্রথম ঢেউ থেকে শিক্ষা নেননি যোগী,দাবী রাম ইকবাল সিং-এর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

2021_5$largeimg_511091525

অতিমারীর মোকাবিলা নিয়ে  বিজেপি সরকারের দলের অন্দরেও অসন্তোষ। যোগীর রাজ্যের ওয়ার্কিং কমিটির সদস্য রাম ইকবাল সিং বললেন, কোভিডের প্রথম ধাক্কা থেকে কিছুই শেখেনি প্রশাসন। এই বিজেপি নেতা অবশ্য কেন্দ্র নয়, যোগী প্রশাসনের সমালোচনা করেছেন। সাম্প্রতিক এক পরিসংখ্যান তুলে ধরে রাম ইকবাল সিং বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে উত্তরপ্রদেশের প্রতিটি গ্রামে অন্তত ১০ জন করে মারা গেছে। প্রথম ধাক্কা থেকে আসলে কিছুই শিক্ষা নেয়নি রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বিজেপি নেতা আরও দাবি করেন, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দিতে হবে। বালিয়া জেলার উল্লেখ করে সিং বলেন, ৩৪ লক্ষ মানুষের বসবাস যে জেলায় সেখানে কোনও চিকিৎসক কিংবা ওষুধ নেই, এই ঘটনা স্বাধীনতার পর প্রথম। কিছুদিন আগে বালিয়া সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে জেলা আধিকারিকরা তাঁকে জানিয়েছিলেন কোভিড পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে। রাম ইকবাল সিং বলছেন, যোগীকে ভুলভাল বুঝিয়েছেন আধিকারিকরা।  

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর