করোনা ভ্যাকসিনের অভাব। তাই সাধারণ মানুষকে বুঝতে না দিতে ব্রাজলের স্বাস্থ্য কর্মীরা ফাঁকা সিরিঞ্জ ফুটিয়ে করোনা ব্যাকসিন দেওয়ার ভান করছে। এই অভিযাগে উত্তাল ব্রাজিলে। করোনা ব্রাজিলের অন্তত চারটি রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যম ঘটনাটিকে ‘বায়ু টিকা’ বলে আখ্যায়িত করেছে।
এ খবর জানার পর তদন্তে নামে পুলিশ। রিও অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, যদি টিকা আত্মসাতের সঙ্গে কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে। এমন ঘটনা প্রমাণিত হয়ে ১২ বছর পর্যন্ত জেল হতে পারে। টিকা কেলেঙ্কারি নিয়ে বুধবার তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে ব্রাজিলের পুলিশ।
তাদের ধারণা, নার্সরা হয়তো টিকা বিরোধী ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী বা কালোবাজারে এ টিকা বিক্রি করছে তারা। ভুয়া টিকাদান কর্মসূচির কারণে ব্রাজিলে করোনা মোকাবিলায় সমন্বয়হীনতার চিত্র উঠে এসেছে। এর আগে করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে চরম অবহেলার বিষয়টিও সমালোচিত হয়। ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত এপিডেমিয়োলোজিস্ট কারলা ডমিংগস বলেন, ‘শুরুতে এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও উদ্বেগজনক হচ্ছে, অনেক জায়গায় এ ধরনের ঘটনা ঘটছে। হয় এসব স্বাস্থ্যকর্মীদের ঠিকমতো প্রশিক্ষণ দেওয়া হয়নি বা তারা কোনো খারাপ বিশ্বাসের সঙ্গে জড়িত। উভয় ক্ষেত্রেই এটি অগ্রহণযোগ্য।’
লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত প্রায় এক কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ৪২ হাজারের বেশি।