মো: সাগর ইসলাম
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
গাইবান্ধার ফুলছড়িতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কার কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে গাইবান্ধার সুযোগ্য জেলা প্রশাসক আব্দুল মতিন ফুলছড়ি উপজেলার রতনপুর হইতে বালাসী ঘাট পর্যন্ত ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কার কাজ পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি বিষয়ে খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের রংপুর উপ-বিভাগীয় প্রকৌশলী এটিএম রেজাউর রহমান, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান, গাইবান্ধা সিভিল সার্জন ডাক্তার এবিএম আবু হানিফ, গাইবান্ধা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার ইদ্রিস আলী, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।