মসজিদকে ‘দাসত্বের প্রতীক’ বলে বিতর্ক উস্কে দিয়েছেন বর্ষীয়ান বিজেপ নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা। দাসত্বের প্রতীক’ভেঙে ফেলে রাম মন্দির নির্মাণ করা হয়েছে উল্লেখ করে তিনি মথুরাতেও শ্রীকৃষ্ণের মন্দির তৈরির ঘোষণা দেন।
কর্নাটকের শিবমোগ্গায় সাংবাদিকদের সঙ্গে কথোপকথোনের সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ৪৯৬ বছর আগে অযোধ্যায় রাম মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছিল। মুগল সম্রাট বাবর সেই ধ্বংস্তূপের মধ্য়ে মসজিদ তৈরি করেছিলেন। ভগাবানের আশীর্বাদে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের জীবদ্দশায় রামলালর মূর্তি প্রতিষ্ঠা দর্শন করতে পারব। আমরা কাশীতে মসজিদ ভেঙ্গে কাশী মন্দির তৈরি করব। আমরা মথুরায় একটি শ্রীকৃষ্ণ মন্দির তৈরি করব।
তিনি আরো বলেন, আমরা বাড়ি বাড়িতে অক্ষত চাল (অযোধ্যায় পুজো করা পবিত্র চাল) বিতরণ করেছি। সকলের কাছে আবেদন ওই চাল নিয়ে ২২ জানুয়ারি আপনারা আপনাদের ঠিকানার নিকটবর্তী কোনও মন্দিরে গিয়ে প্রার্থনা করুন।