রাজনৈতিক দ্বন্দ্বে ব্যাহত পৌর রাস্তা সংস্করন কাজ,চরম দুর্ভোগে এলাকাবাসী।

মো:সৈকত আলী
উপজেলা প্রতিনিধি

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মেডিকেল সংলগ্ন রাস্তাটি প্রায় অর্ধেক কিলোমিটার জুড়ে অচল।
প্রায়৪ বছর আগে রাস্তাটি মেরামতকার্যের জন্য উপযোগী, কিন্তু এলাকার প্রতিনিধিরা এর সংস্কারন কাজ শুরু করতে বিলম্ব করে। অবশেষে ২০১৯সালের জানুয়ারি মাসে রাস্তাটির মেরামতকার্য আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে।সংস্কারন কাজ শুরু করলেও প্রথমত রাস্তার পাশের নর্দমার মেরামত দিয়েই কাজ শুরু হয়।কিন্তু এলাকাবাসীর দাবি নর্দমার কাজ শুরু করলেও প্রচুর সময় নিচ্ছে কিন্তু এখনো রাস্তার দিকে নজর দেওয়া হয় নি,ফলে এলাকাবাসীর উপর বেশ নেতিবাচক প্রভাব পরছে এবং জনজীবন প্রায় অতিষ্ঠ ।
এমনকি রিকশাও চলাচল করতে পারছে না।অর্ধেক কিলোমিটার রাস্তা পুরো কর্দমাক্ত।স্কুলশিক্ষার্থী থেকে শুরু সকল পেশার মানুষেরা এই রাস্তায় চলাচল নিয়ে বিরক্তিপ্রকাশ করছে।

কথা বলেছিলাম এলাকার কয়েকজন মুরুব্বির সাথে রাস্তার সংস্কার কাজের বিলম্ব নিয়ে।ওনারা বলছিলেন বর্তমানে জলঢাকার মেয়র জনাব মো:কমেট চৌধুরী বিএনপি থেকে নির্বাচিত। অন্যদিকে জলঢাকা ৩ আসনের নির্বাচিত এমপি সরকারদলীয় হওয়ার কারনে তাদের মধ্যে মেলবন্ধন তৈরী হয় নি বিধায় রাস্তার সংস্কার কাজ শুরু হতে এত বিলম্ব।

Latest articles

Related articles