জ্যোতির্ময় মন্ডল, বর্ধমান,এনবিটিভি:
প্রায়১০০০বছরের নিয়ম এবার পরিবর্তন।
করোনা আবহে এই প্রথমবারের জন্য মন্তেস্বর ব্লকে পাতুন গ্রামের প্রাচীন রথ রাস্তায় নামছে না।মঙ্গলবার রথের দিন কেবল রথের রশি ছুঁয়েই প্রনাম করে। দুধের স্বাদ ঘোলে মিটাতে হচ্ছে পাতুন গ্রাম বাসীর ও ভক্ত বৃন্দের।
করোনা আবহে জমায়েত ঠেকাতেই এবার এমন পদক্ষেপ গ্রহন করেছেন পাতুন গ্রাম বাসী। পাতুন গ্রাম বাসী নব কুমার সামন্ত, বৃন্দাবন গোস্বামী, উদয় চাঁদ গোস্বামী, সুপর্ণা মুখার্জী, বলেন, ইচ্ছে তো এবারো ছিল বরাবরের মত রাস্তায় রথ নামবে। তবে বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে এবার আর ঠাকুর বাড়ি যাচ্ছেন না।ভক্ত গন সামাজিক দূরত্ব বজায় রেখে নাম মাত্র পুজা করা হচ্ছে।
বরাবরের মতো এবার সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মেলা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সবই বাতিল করা হয়েছে
Related articles