লালারস সংগ্রহ এবং পরীক্ষার জন্য নতুন বিভাগের উদ্বোধন করলো মন্তেস্বর কাদম্বিনী হাসপাতাল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200611-WA0003

এনবি টিভি জ্যোতির্ময় মন্তেস্বর পুর্ব বর্ধমান : করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই চিন্তিত দেশের আম জনতা। আর এর মধ্যে লক ডাউনও আস্তে আস্তে খুলে যাচ্ছে। আর ভিন্ন রাজ্যে থেকে শয়ে শয়ে পরিযায়ী শ্রমিক ঢুকেছে মন্তেস্বর ব্লকে। আর তাতে মন্তেশ্বর ব্লকের মানুষদের চিন্তা বেড়েই চলেছে। এই শ্রমিকদের লালারস সংগ্রহ নিয়ে একটা বড় সমস্যা দেখা দিয়েছিল। কোরোনায় মন্তেস্বর থেকে লালারস সংগ্রহএর জন্য বেশীর ভাগ পাঠানো হত কালনা বা বর্ধমানে। কালনা এবং বর্ধমান দুটো এলাকাই অনেকটা দূরে বলে একটা সমস্যা দেখা দিয়েছিল বহু দিন ধরেই। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে এলাকা বাসীর দাবি ছিল মন্তেস্বর হাসপাতালে আলাদা একটা লালারস সংগ্রহএর বিভাগ চালু করা হোক । তাতে সবাই উপকার পাবেন।
প্রশাসন এলাকা বাসীর মতামত কে গুরুত্ব দিয়ে প্রশাসনের পক্ষ থেকে আজ মন্তেস্বর হাসপাতালে অবশেষে খোলা হল লালারস সংগ্রহ এর সেন্টার। জানানো হয়েছে আজ থেকে লালারস সংগ্রহ এর জন্য কোন ব্যক্তিকে কালনা বা বর্ধমান ছুটতে হবে না। নতুন করে লালারস সেন্টার খোলায় উপকৃত হয়েছে সাধারণ মানুষ। তাদের মধ্যে স্বস্তির আভাস মিলেছে। লালারস সেন্টার উদ্বোধন করলেন মন্তেস্বর কাদম্বিনী হাসপাতালে BMOH মাননীয় সত্য প্রকাশ মালিক ।আজ প্রথম দিন ই পরিযায়ী শ্রমিক নিয়ে উনিশ জন ব্যক্তির লালারস সংগ্রহ করা হল।মন্তেস্বর প্রাথমিক হাসপাতালের BMOH, সত্য প্রকাশ মালিক,সিনিয়র নার্স, তনুকা ব্যানার্জি, ও পরিযায়ী শ্রমিকদের অনেক কথাও বলেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর