শ্রীনগর মাটিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান

আলিনুর মণ্ডল, বসিরহাটঃ বসিরহাট উত্তর বিধানসভার শ্রীনগর মাটিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বসিরহাট  সংগঠনিক জেলা নব নিযুক্ত তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা চেয়ারম্যান মাননীয় হাজি নুরুল ইসলাম, সভাপতি মাননীয় সরোজ বন্দোপাধ্যায়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ডিরেক্টর এটিম আব্দুল্লা রনি, বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম, বসিরহাট 2নম্বর ব্লক সভাপতি মিহির ঘোষ, বসিরহাট উত্তর বিধানসভার INTTUC সভাপতি কাজী মাহমুদ হাসান, ব্লক যুব সভাপতি সমীর বাছা, বেগমপুর বিবিপুর অঞ্চলের উপপ্রধান মাননীয় মিনহাজুল ইসলাম, বাবুয়া, শ্রীনগর মাটিয়া অঞ্চলের সভাপতি ও প্রধান মুসতাক আহমেদ, অঞ্চলের যুব সভাপতি কুতুবুদ্দিন টিয়া এবং অন্যন্য নেতৃবৃন্দ।

এটিএম আব্দুল্লা রনি বলেন “রাজ্যে এখন সাঁড়াশির গোন চলছে, জল এখন থোয় থোয় করছে স্রোত এখন আমাদের অনুকূলে, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে যেন কোনো কারণে সব জল যেন না চলে যায়, সেই জন্য এখন থেকে আল বাধঁতে হবে।

বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম বলেন “সিপিএম এর দুর্গ নামে পরিচিত শ্রীনগর মাটিয়া অঞ্চল আমরা 2011 সালে আমরা ছিনিয়ে নিয়েছি, তার জন্য আজ শ্রীনগর মাটিয়া গ্রাম পঞ্চায়েত আজ এত সুন্দর হয়েছে, গ্রামের রাস্তা ঘাট থেকে শুরু করে আজ সব কিছু সুন্দর হয়েছে।“

সরোজ বন্দোপাধ্যায় বলেন “আগামী 2024 কে সামনে রেখে আমাদের কে এগোতে হবে, সংগঠন কে এমনভাবে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে করে মমতা বন্দোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পায়।“ তিনি আরো বলেন দলে এখনো আরো গদ্দার আছে তাঁদের কে এখন থেকে আমাদের কে চিহ্নিত করতে হবে, এবং দল থেকে তাঁদের কে বিতাড়িত করতে হবে।

Latest articles

Related articles