সড়ক দুর্ঘটনায় নরসিংদীর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন খান নিহত

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

inbound468788730753895855

শামীম সরকার স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জে ঠিকাদারি কাজের সাইট পরিদর্শনে এসে সিএনজি চালিত অটোরিকশা চাপায় নিহত হলেন মোটরসাইকেল আরোহী পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন খান। গুরুতর আহত হন একই মোটরসাইকেলে থাকা রাজীব সাহা নামের তাঁর এক সহকারী।

শুক্রবার সকাল ১১ টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কপথের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি অমি অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন খান (৫২) আমিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঠিকাদার হিসেবে কাজ করতেন। নরসিংদী শহরের বিলাসদী এলাকায় স্ত্রী, দুই সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ওন পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চেয়ারম্যান নাসির উদ্দিন মোটরসাইকেলে করে নিজের সহকারী রাজীব সাহাকে (২৮) নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণকাজের একটি সাইট পরিদর্শনে যাচ্ছিলেন।
বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক পথের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটির অমি অটো রাইস মিল এলাকা অতিক্রম কালে দুর্ঘটনার কবলে পড়েন। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, এ সময় সিএনজি চালিত দ্রুতগামী একটি অটোরিকশা তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যা।

স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার কিশোরগঞ্জের বাজিতপুর জহিরুল হক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে নাসির উদ্দীন খানের মৃত্যু হয়। অপরদিকে, সহযাত্রী রাজীব গুরুতর আহত অবস্থায় সেখানে ভর্তি রয়েছেন।

পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, হাইওয়ে পুলিশ তার মোটরসাইকেলটি উদ্ধার করে নিয়ে গেলেও ঘাতক সিএনজি চালিত অটোরিকশা আটক সম্ভব হয়নি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর