লক্ষীপুর জেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়ন বিজয়নগর এলাকার “কালিবাজারের” সামনে প্রায় অর্ধশতাধিক লোকের উপস্থিতিতে লক্ষীপুরে হিরামনিকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে প্রকৃত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন হয়।
এসময় উপস্থিত রাজিবুল ইসলাম শাকিল সাংবাদিকদের জানান,লক্ষীপুরের পালের হাট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হিরামনিকে গত শুক্রবার ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়।
কিন্তু আজ প্রায় আট দিন পেরিয়ে হয়ে গেলেও হিরামনি হত্যার সাথে প্রকৃত অভিযুক্ত কেউই এখনো গ্রেপ্তার হয় নি।প্রশাসনের পক্ষ থেকে উক্ত বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।এতে ইতিমধ্যে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।
উপস্থিত পরান মাহমুদ নামক আরেকজন জানান,আমরা চাই প্রকৃত অভিযুক্ত যেই হোক অতিদ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা।
এতে সমাজে ধর্ষনের মত নির্মম কাজ আর ঘটবে না বলে আশা প্রকাশ করছি।
উল্লেখ্য যে,গত শুক্রবার হিরামণিকে একা পেয়ে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিনই নিহতের মা বাদি হয়ে মামলা করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন-আরমান খন্দকার,মোঃশরীফ মিজি,বিপ্লব হোসেন,মোঃমামুন ,মাহবুবুর ,মোঃফারভেজ,শোরভ দেবনাথ,অর্জুন মজুমদার,শিমুল মজুমদার,
শাকিল,পরান,ওসমান, ফয়সাল হোসেন,পাঞ্জেরী ফাউন্ডেশন এর সভাপতি মুহাম্মাদ ইকবাল হোসেন ফয়সাল,সহযোগী সংগঠন হাসন্দী একতা যুব সংঘ,মুজাহিদ সহ প্রমুখ।