কলকাতা: এ বছর মাধ্যমিকের ফল প্রকাশিত হল। মোট পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯, ১০০ শতাংশই পাস। জানিয়ে দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মেধা তালিকা প্রকাশ করা নাহলেও ৬৯৭ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে ৭৯ জন পরিক্ষার্থী।
সর্বকালীন রেকর্ড গড়ল এবার। ছাপিয়ে গেল অতীতের সব রেকর্ড। ফেলের শতাংশ শূন্য। পরীক্ষা না হওয়ায় এমন নজির। স্কুল থেকে আজই মিলবে মার্কশিট। পরীক্ষার ফল জানতে লগ ইন করুন.. https://wbresults.nic.in/