আফগানিস্তান থেকে ভারতে আসা ১৬ জন করোনা আক্রান্ত

নয়াদিল্লিঃ মঙ্গলবার কাবুল থেকে দেশে ফেরেন ৭৮ জন। আর আফগানিস্তান থেকে ভারতে আসা ৭৮ জনের মধ্যে ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। এই ১৬ জনই হলেন আফগানিস্তানের বাসিন্দা।

এহেন ঘটনার জেরে বাকিদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।গতকালই কেন্দ্রের তরফে জানানো হয়, আফগানিস্তান ফেরত সকলকেই কোয়ারেন্টাইনে রাখা হবে।

সেই নির্দেশ অনুযায়ী ৭৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এদের মধ্যেই ১৬ যাত্রীর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। জানা গিয়েছে, আক্রান্তদের সকলেই উপসর্গহীন।

Latest articles

Related articles