দিনের পর দিন ভয়াবহ হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি। হাসপাতালে বেড পাওয়া যাচ্ছেনা। এমন অবস্থায় সেই আরোগ্য নিকেতনেই নিভে গেল ১৮ রোগীর জীবন প্রদীপ।
ফের করোনা হাসপাতালে আগুন। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল করোনা আক্রোন্তরা। একেই সঠিক চিকিৎসা মিলছিল না। তার পর এই দুর্ঘটনা সাধারণ মানুষকে ফেলে দিয়েছে চিন্তায়।
গুজরাটের ভারুচে করোনা চিকিৎসা কেন্দ্রে আগুন লেগে আইসিইউ-তেই পুড়ে মৃত্যু হল ১৮ জন করোনা রোগীর। সূত্রের খবর, রাত সাড়ে ১২টা নাগাদ ভারুচের প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালের কোভিড কেয়ার সেন্টারে আগুন লাগে।
ভারুচের পুলিশ সুপার জানিয়েছেন, আইসিইউ-তে শর্ট শার্কিটের জন্যই আগুন লেগেছ। তা দ্রুত ছড়িয়েও পড়ে। আগুন লাগার সময় ৭০ জন কোভিড রোগী ছিল। দ্রুত তাঁদের অন্যত্র সরানো চেষ্টা করা হলেও মৃতের হাত থেকে রেহায় পাননি ১৮ রোগী। অবশেষে মারা চান তাঁরা।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি। মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেন গুজরাতের মুখ্যমন্ত্রী।