২ দিনের করোনা সংক্রমণের নিরিখে ভারত এখন এক নম্বরে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200804-WA0009

এনবিটিভি ডেস্ক: গত ২ দিন করোনায় সংক্রমিত হওয়ার নিরিখে ভারত এখন আমেরিকা, ব্রাজিলকে ছাপিয়ে এক নম্বরে। সোমবার একদিনে দেশে ৫২,০৫০ জন করোনায় সংক্রমিত। মোট আক্রান্ত এখন ১৮,৫৫,৭৪৪ জন। মৃত্যু ৮০৩ বেড়ে হয়েছে মোট ৩৮,৯৩৮ জন।

এনিয়ে পরপর ৬ দিন আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের বেশি হয়েছে। তবে বেড়েছে সুস্থ হওয়ার সংখ্যা, তা এখন ১২,৩০,৫০৯। করোনা পরীক্ষার সংখ্যাও ২ কোটি ছাড়িয়েছে। সুস্থতার হার ৬৬.৩০ শতাংশ।

এদিকে, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি। এর আগে কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাও করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে। কর্নাটকে নতুন সংক্রমিত ৪,৭৫২ জন। মোট আক্রান্ত ১,৩৯,৫৭১ জন। মোট মৃত ২,৫৯৪ জন।

মহারাষ্ট্রে এখন মোট সংক্রমিত গোটা মেক্সিকোর থেকেও বেশি। ঝাড়খণ্ডে নতুন সংক্রমিত ৬১৮ জন। মোট আক্রান্ত ১৩,৫০০। মোট মৃত ১২৫ জন।

মধ্যপ্রদেশের ইন্দোরে নতুন সংক্রমিত শনাক্ত ৮৯ জন। মোট সেই জেলায় আক্রান্ত ৭,৭৩৫ জন। মৃত মোট ৩২০ জন। সিকিমেও নতুন ৩০টি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। মোট আক্রান্ত ৬৮৮ জন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর