মালদা,৬ অক্টোবর : গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে কালিয়াচক থানার মারুয়াবাদী এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল সহ তিন যুবককে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ।
অভিযান চালিয়ে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার করেছে কুড়িটি নামিদামি কোম্পানির চোরাই মোবাইল। এর পাশাপাশি একটি মোটরবাইকও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, হাসান শেখ (২৪), ইসরাইল শেখ (২০) এবং গোলাম মোস্তফা (২১)। ধৃতদের বাড়ি কালিয়াচক থানার বিভিন্ন এলাকায়। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।