শিখ নেতা হরদীপ সিং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কানাডায় ৩ ভারতীয় গ্রেপ্তার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_1

কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে কানাডা সরকার।

শুক্রবার (৩ মে) কানাডার অ্যালবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে  দেশটির পুলিশ কর্মকর্তা মনদীপ মুকের।

গ্রেফতারকৃতরা হলেন করণ ব্রার (২২), কমল প্রিত সিং (২২) ও করণ প্রিত সিং (২৮)। এরা প্রত্যেকেই এডমন্টন শহরের বাসিন্দা। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।হত্যাকাণ্ডের সঙ্গে আরো অনেকেই জড়িত থাকতে পারে সেই সম্ভাবনা সামনে রেখেই তদন্ত চালাচ্ছে কানাডা পুলিশ।

উল্লেখ্য, গত বছরের ১৮ জুন কানাডার ভ্যানকুভার শহরের কাছে গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জরকে। ওই হত্যাকাণ্ডের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করে বলেন, এর পেছনে ভারত জড়িত থাকতে পারে। ট্রুডোর ওই অভিযোগের পর কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দেখা দেয়। হত্যায় জড়িত থাকার বিষয়টিও অস্বীকার করে নয়াদিল্লি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর