মহরম খুনকান্ডে গ্রেফতার আরও ৩,খুনে ব্যবহৃত অটো উদ্ধার

ক্যানিংঃ গত শনিবার রাতে ক্যানিংযের নিকারীঘাটা এলাকায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন এলাকার যুব তৃণমূল নেতা মহরম শেখ। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ আগেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই ঘটনার মূল অভিযুক্ত রফিক শেখ সহ বাকিরা পলাতক। তবে তদন্তকারীরা এই ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেফতার করেছে।

ধৃতদের নাম আক্কাস গাজী, আকবর গাজী ও মামুদ আলী শেখ। এদের মধ্যে মামুদ আলীর নাম রয়েছে এফআইআরে। জয়নগর থানার খাকুরদহ থেকে গ্রেফতার করা হয় তাদের। খুনের ঘটনায় ব্যবহার হওয়া অটোও জয়নগর থেকে উদ্ধার করেছে পুলিশ।

Latest articles

Related articles