করোনা বিধি শিকেয় তুলে হোটেলে পার্টি করার অভিযোগে ৩৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে কলকাতার এক পাঁচ তারা হোটেলে অভিযান চালায় পুলিশ। অভিযোগ, কোভিড বিধি ভেঙে পার্টি চলছিল ওই হোটেলে। পাশাপাশি, সেখানে অসামাজিক কার্যকলাপ চলছে বলেও অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, হোটেলের দুই এবং তিন তলায় শারীরিক দূরত্ববিধি না মেনে নাচ-গান চলছিল। বেশিরভাগের মুখেই মাস্ক ছিল না।
সরকারি বিধিনিষেধ তোয়াক্কা না করে ডিজে আনিয়ে পার্টি চলছিল ওই হোটেলে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অনেকেই। পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে তিনটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু সাউন্ড সিস্টেম সহ মাদক দ্রব্য, ৩৮টি মোবাইল ফোন এবং দু’ পাতার গেস্ট লিস্ট বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন, পুলিশকে কাজে বাধাদান সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ।