নিউজ ডেস্ক : নারদা দুর্নীতি মামলায় ৪ হেভিওয়েট তৃণমূল নেতা মন্ত্রীর জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। তবে তাদেরকে জামিনে মুক্তির পর ও থাকতে হবে সিবিআই এর নজরে গৃহবন্দী অবস্থায়।
আজ মামলার শুনানি শুরু হয় কলকাতা হাই কোর্টে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চেই শুনানি। এই মামলায় অভিযুক্ত রাজ্যের ৪ ওজনদার নেতা সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম। এর আগে মামলাটি হাইকোর্টের অন্য ডিভিশন বেঞ্চে স্থানান্তর করার জন্য মদন মিত্রের আইনজীবীর করা আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। ডিভিশন বেঞ্চে দেওয়া রায়ের ফলে আপাতত একটু স্বস্তিতে ঘাসফুল শিবির।
উল্লেখ্য এই ৪ হেভিওয়েট তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীর গ্রেফতারের পর চাঞ্চল্য তৈরি রাজ্য রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিজাম প্যালেসে গিয়েছে ৬ ঘণ্টা প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন। সেদিন সিবিআই কোর্ট এই চারজনের জামিন মঞ্জুর করলেও গভীর রাতে হাইকোর্ট এই জামিনের ওপর স্থগিতাদেশ দেয়। গতকাল এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয় নি।