গাজায় আল শিফা হাসপাতালে ১৩ দিনের ইসরায়েলি অভিযানে ৪০০ নিহত

ফিলিস্তিনের গাজার আল শিফা হাসপাতাল ঘিরে ইসরায়েলি বাহিনীর ১৩ দিনের অভিযানে নিহত হয়েছে চার শতাধিক মানুষ। এ সময় হাসপাতাল এলাকায় বিমানেও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় এ তথ্য জানিয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে রোগী, চিকিৎসাকর্মী এবং যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষরা ছিলেন।

হামাসের জ্যেষ্ঠ সন্ত্রাসীরা হাসপাতালটি ব্যবহার করছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরাইয়েল।

উল্লেখ্য, আল শিফা গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল।  যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া কয়েক হাজার ফিলিস্তিনি ওই হাসপাতাল প্রাঙ্গণে আশ্রয় নিয়েছেন। এর মধ্যেই হামলা চালিয়ে ৪শ মানুষকে হত্যা করল ইসরাইলি বাহিনী।

Latest articles

Related articles