৪৭২ জন শিশু করোনা আক্রান্ত,করোনার দ্বিতীয় ঢেউ শিশুদের উপর আঘাত হানতে শুরু করেছে

গোটা দেশে ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। পিছিয়ে নেই কর্নাটকও। সেখানে মার্চেই ৪৭২ জন শিশু করোনা আক্রান্ত হয়েছেন। যাঁদের বয়স ১০ বছরের নীচে। যা পরিস্থিতি চলতি সপ্তাহেই সেটা ৫০০ ছাড়িয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউ শিশুদের উপর আঘাত হানতে শুরু করেছে। গত বছর যেখানে সবাই লকডাউনের কারণে বাড়িতেই ছিলেন, এবার বিধিনিষেধ একটু শিথিল হতেই বাইরে বেরোনোর হিড়িক পড়েছে। যার ফলে শিশুদের মধ্যে সংক্রমণ বাড়ছে।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক কর্তা বলেছেন, ‘‌এখানে আশ্চর্যের কিছু নেই। লকডাউনের সময় শিশুরা বাড়িতে ছিল। কিন্তু এখন তাঁরা পার্ক কিংবা অ্যাপার্টমেন্টের কমন এরিরায় ঘোরাফেরা করছে। ফলে সংক্রমণ বাড়ছে শিশুদের মধ্যে।’‌
জানা গেছে ৪৭২ জন আক্রান্তের মধ্যে ২৪৪ জন বালক। ২২৬ জন কন্যা। বিশেষজ্ঞদের মতে, শিশুরা মাস্ক ঠিকমত রাখতে পারছে না। সামাজিক বিধিনিষেধ মানার ক্ষেত্রেও তাঁরা অবুঝ। যেমন অনুষ্ঠান বাড়িতে মা-বাবার সঙ্গে ভিড়ের মধ্যে তাঁরা থাকছে। স্কুলে না গেলেও নাচের স্কুল, গানের স্কুলে তো যাতায়াত লেগেই আছে।
শিশুদের মধ্যে উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, বমি, পেটে ব্যথা ও পাতলা পায়খানা। এই উপসর্গ থাকলেই চিকিত্‍সকদের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।

Latest articles

Related articles