এনবিটিভি ডেস্ক, মুম্বাইঃ পুত্র সন্তানের আশায় ৮ বার গর্ভপাত, ১৫০০-র বেশি ইঞ্জেকশন নিতে বাধ্য করেছে তার স্বামী, এই মর্মে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এক বছর ৪০ এর মহিলা।
মহিলা আরোও দাবী জানিয়েছেন, গর্ভধারণের আগে তাঁকে ব্যাংককে নিয়ে গিয়ে হরমোনের ইঞ্জেকশন দেওয়া হয়, দেওয়া হয় স্টেরয়েড যাতে করে পুত্র সন্তানই পেটে আসে।
মহিলা আরোও জানান, তাদের ২০০৭ সালে বিয়ে হয়। ২০০৯ সালে একটি কন্যা সন্তানের জন্ম দেন এবং ২০১১ সালে আবার গর্ভবতী হন। এবং তারপরেও জোর করে গর্ভপাত করানো হয়।
পুলিশ এই ঘটনার তদন্ত করছে।