ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে কটিয়াদীতে মানববন্ধন

 

মোঃ শামীম মিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে কটিয়াদী বাসস্ট্যান্ডে বাংলাদেশ ইয়ংস্টার সোস্যাল অরগানাইজেশনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, কবি, সাহিত্যিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন সমাজসেবক গিয়াস উদ্দিন আহমেদ, কটিয়াদী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক প্রভাষক দীপা বর্মন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম ফকির, কটিয়াদী কলেজের সাবেক ভিপি দুলাল বর্মন, সমাজসেবক সারোয়ার হোসেন শাহীন, হামিদ মোহাম্মদ জসিম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য বর্মন বিরাজ অনির্বান, কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি সাহাদাত সিদ্দিকী শাওন, যোগাযোগ বিষয়ক সম্পাদক মাইমুনা ইসলাম টুম্পা প্রমুখ
বক্তারা সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের ঘটনায় চিহ্নিত অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

Latest articles

Related articles