সাগরে নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রি : ২০ কেজি মাছ জব্দ, জরিমানা

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামে ইলিশ মাছ আহরণ ও বিপণন বন্ধ রয়েছে। চট্টগ্রামের মাছের সবচেয়ে বড় আড়ত ফিসারীঘাট ও অন্যতম প্রধান বাজার রিয়াজউদ্দিন বাজারে ইলিশ বিক্রি হতে দেখা যায়নি।

তবে নগরের মোমিন রোডেখুচরা বাজারে ইলিশ বিক্রির দায়ে একজনকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়৷

এদিকে রিয়াজুদ্দিন বাজারে অভিযানের সময় জেলি মিশ্রিত চিংড়ি মাছ বিক্রয় করায় আবুল কাশেম(৩৫) নামে এক মাছ ব্যবসায়ীকে ৫০০০ টাকা জরিমানা করা হয়৷

এসময় তার কাছ থেকে ৪০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত মাছ এতিমখানায় বন্টন করার জন্য সমাজসেবা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।
বুধবার সকালে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

Latest articles

Related articles