রফিকুল ইসলাম মামুন
সিলেট জেলা প্রতিনিধি
দেশেব্যাপী ধারাবাহিক ধর্ষণ ও সিলেটে রায়হান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট সদর উপজেলার বৃহত্তর পশ্চিম সদরবাসীর ব্যানারে আজ শুক্রবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
লামাকাজি পূর্বপারের বিশিষ্ট মুরব্বি, সাবেক মেম্বার বশির উদ্দিনের সভাপতিত্বে নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন ও বাংলাদেশ মানবধিকার কমিশন জালালাবাদ থানার যুগ্ম সম্পাদক ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রনেতা কামরান উদ্দিন অপুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন রাজনৈতিক ব্যক্তিত্ব শাহজাহান আহমদ, বিশিষ্ট মুরব্বী আব্দুল আলী, আপ্তাব উদ্দিন, মঈনুল হক, ময়না মিয়া, সমাজ সেবক কামাল আহমেদ, এম ইউ লাহিন, এডভোকেট বাবুল আহমেদ, হোসাইন আহমদ, সেবুল আহমদ, জইন উদ্দিন, ওয়াহিদ রুকন, মোহাম্মদ এখলাছুর রহমান, এইচ এম দিলোয়ার, মুহিবুর রহমান , কাওসার আহমদ, , ছাত্র নেতা শাহ সুলেমান আহমদ সালমান,শাহিন আহমদ, আলী আহমদ রেদোয়ান,সামছ উদ্দিন , নুর মিয়া, আশরাফি আহমদ, মাসুদ আহম লেবু, মোহাম্মদ আলী, রাজা মিয়া, আরমান আহমদ, ফয়ছল আহমদ, গোলাম সাদিক রুহেল, মুহিবুর রহমান, রাকিবুল হাসান রাকিব, আশিকুর রহমান আশিক, মোহাম্মদ আলী, সামছ উদ্দিন, গিলমান আহমদ, ফয়ছল আহমদ, ছায়েদ মিয়া, ছায়েদ আলী, রাসেল আহমদ, রাজন, নোমান, মাসুদ আহমদ, জাবেদ, আবুল আহমদ, হাসনাত, মাসুম আহমদ, তানভির আহমদ, তাওহীদ আহমদ, তানভির, সালেখ আহমদ, সাইফ উদ্দিন, ফখরুল মিয়া, জাহাঙ্গির, জাকির হোসেন, ইমন, সুমন, ইমন মিয়া, সবুজ প্রমুখ।