দশগ্রাম বাজারে প্রতিবাদ মঞ্চ ও নবীর শানে গজল সন্ধা অনুষ্ঠিত

 

রফিকুল ইসলাম মামুন, সিলেট জেলা প্রতিনিধি

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেট সদর উপজেলার সেচ্ছাসেবী সামাজিক সংগঠণ বৃহত্তর দশগ্রাম রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজ শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুম’আ স্থানীয় দশগ্রাম বাজারে প্রতিবাদ সমাবেশ ও বাদ মাগরিব নবীর শানে গজল সন্ধা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি জুবায়ের আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কে,এম,বি রাব্বানীর উপস্থাপনায় এতে অংশ গ্রহণ করেন বৃহত্তর দশগ্রামের প্রবীণ মুরব্বি হাজি আব্দুল জব্বার, আব্দুল কালাম, আব্দুল মন্নান, আরব আলী, এরশাদ আলী, ছমরু মিয়া, সমুজ মিয়া।
বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ শফিক মিয়া, বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান ময়না, সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক রফিকুল ইসলাম মামুন, আব্দুল্লাহ আল আমিন, রাকিবুল হাসান, শুয়েব আহমদ।

বাদ মাগরিব বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ নবীর শানে নাতে রাসুল (সাঃ) পেশ করেন।

Latest articles

Related articles