পশ্চিম বর্ধমান ,আসানসোল,এনবিটিভি : করোনা কালীন পরিস্থিতিকে উপেক্ষা করেই প্রতি বছরের ন্যায় এবছর ও আসানসোলে বইমেলা অনুষ্ঠান কর্মসূচি বহাল রাখতেই আসানসোল জেলা গ্রন্থাগারে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়।সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই জানুয়ারি মাসের ২- ৭ তারিখ পর্যন্ত বইমেলার দিন নির্দিষ্ট করা হয়।বিশিষ্ঠ কিছু ব্যক্তিবর্গের মধ্য দিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন রাজ্যের আইন এবং শ্রম মন্ত্রী মলয় ঘটক, হীরাপুর থানার আধিকারিক, ফায়ার ব্রিগেডের আধিকারিক, দুর্গাপুরের মেয়র দিলীপ আগোস্থি, পশ্চিম বর্ধমান জেলা পাঠাগার সুমন্ত বন্দ্যোপাধ্যায়, এ ডিএম এডুকেশন হুমায়ুন বিশ্বাস সহ এস ডি ও আধিকারিক।
বৈঠককালে উপস্থিত বক্তারা বই মেলার অনুষ্ঠান সূচি এবং বই মেলা চলাকালে করণা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে গুরুত্ব সহকারে আলোচনা করেন। পুলিশের তরফ থেকে ভিড় নিয়ন্ত্রণের জন্য সব রকম আশ্বাস প্রদান করা হয়।বইমেলাতে এবারে অন্যান্য বছরের তুলনায় অধিক স্টল আসার ব্যাপারে আশা প্রকাশ করা হয়।পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় এই বইমেলাতে প্রতিবছর প্রচুর সংখ্যক বই প্রেমিক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, এ বছরেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করেন বক্তারা।