Tuesday, April 22, 2025
31 C
Kolkata

বাড়ি পশ্চিমবঙ্গে নাম বাবর আলি শুনেই শ্রমিককে মার গুজরাট পুলিশের

এনবিটিভি ডেস্কঃ এবার বাংলার শ্রমিকরা হেনস্থার শিকার গুজরাটে। পুলিশের প্রশ্ন বাড়ি কোথায়? উত্তর আসে পশ্চিমবঙ্গে, শুনেই পুলিশের লাঠি পিঠে। তারপর প্রশ্ন, কী নাম? কেউ বলেন, ‘‌বাবর আলি’‌।‌ কেউ বলেন, ‘‌মানোয়ার শেখ’‌। মুসলিম শুনেই আবার মার। লকডাউনে বিজেপি–শাসিত গুজরাটের সুরাটে এমনই অত্যাচারের শিকার বাংলার শ্রমিকরা। হাতে একটা টাকাও নেই। খাবার নেই। ৫ জনের থাকার ঘরে কষ্ট করে মাথা গুঁজে থাকছেন ১০–১২ জন করে। ফেরার তো কোনও ব্যবস্থা গুজরাট সরকার করছেই না, উল্টে নিজেরা খোঁজ নিতে গেলে কপালে জুটছে পুলিশের মার।

এই মুহূর্তে সুরাটের অম্বর কলোনিতে আছেন মুর্শিদাবাদের ২৫০ জন। এছাড়া বীরভূমের ১০০ জন, বর্ধমানের ৪০০ জনের মতো শ্রমিক রয়েছেন।
মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়োঞা থানার কুলি, শিমুলিয়া, রামরামপুর, হরিমাটি প্রভৃতি ১০–১২টি গ্রামের ২৫০ জন শ্রমিক সুরাটের অম্বর কলোনির এক বস্ত্র কারখানায় কাজ করেন। শাড়িতে লেস বসানো হল তঁাদের কাজ। ২০০৮ সাল থেকে মানোয়ার, বাবররা সুরাটে আছেন। কারখানার ছোট্ট ঘরে থাকা, রান্না করে খাওয়া। মাসে ১২–১৫ হাজার টাকা মতো আয় হয়। কিন্তু করোনা সব গন্ডগোল করে দিয়েছে।

লকডাউন শুরু হওয়ার ক’‌দিন পরেই মালিক মানোয়ারদের জানিয়ে দেন, ঘরে আছ, থাকো। কিন্তু আর কোনও সাহায্য করতে পারব না। তারপর? বৃহস্পতিবার সুরাট থেকে মানোয়ার, বাবররা বলেন, ‘‌এ এক দুর্বিষহ যন্ত্রণা। বলে বোঝাতে পারব না। এখানকার সরকার একদিনও খাবার দেয়নি। কেঁদে–কেটে মালিককে ফোন করলে একবার–দু’‌বার দিয়েছে। বাড়ি ফেরার জন্য ওদের দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করলে কেউ ফোন ধরেনি। জানেন, নিজেরা স্টেশনে ট্রেনের খোঁজ করতে গেলে পুলিশ রাস্তায় ধরে নানা প্রশ্ন করছে, তারপরই মার। মুসলিম শুনলে বেশি মারছে।’‌ রোজার সময় কী করে ইফতার হচ্ছে?‌ শুনেই মানোয়ার বলেন, ‘‌কী বলব, জল–বিস্কুট খেয়ে রোজা ভাঙছি। আর আমরা পারছি না, মমতাদিকে বলে আমাদের ফেরার ব্যবস্থা করে দিন। আর কোনওদিনই গুজরাটে আসব না। বাড়িতে আলুসেদ্ধ–ভাত খেয়ে থাকব সে–ও ভাল। মমতাদি আমাদের নিয়ে যান!’

সুত্রঃ আজকাল

Hot this week

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা: ৬ জন আহত, তল্লাশি চালাচ্ছে সেনা-পুলিশের

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবার পর্যটকদের উপর সশস্ত্র জঙ্গি...

আবারও বড়সড় ছাঁটাইয়ের পথে আইবিএম, আমেরিকা থেকে ভারতে স্থানান্তরের ছায়া

বিশ্ব প্রযুক্তি ক্ষেত্র আবারো বড়সড় অনিশ্চয়তার মুখে। কর্পোরেট কাঠামোতে...

দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি , দিলীপ ঘোষের নিশারায় শিক্ষা মন্ত্রী

রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপি...

Topics

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা: ৬ জন আহত, তল্লাশি চালাচ্ছে সেনা-পুলিশের

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবার পর্যটকদের উপর সশস্ত্র জঙ্গি...

আবারও বড়সড় ছাঁটাইয়ের পথে আইবিএম, আমেরিকা থেকে ভারতে স্থানান্তরের ছায়া

বিশ্ব প্রযুক্তি ক্ষেত্র আবারো বড়সড় অনিশ্চয়তার মুখে। কর্পোরেট কাঠামোতে...

দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি , দিলীপ ঘোষের নিশারায় শিক্ষা মন্ত্রী

রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপি...

আইপিএস নুরুল হুদার পদত্যাগ, ওয়াকফ আইনের প্রতিবাদে রাজনীতিতে প্রবেশ

আইপিএস অফিসার নুরুল হুদা ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে...

হঠাৎ করেই বুকে ব্যথা…! ...

হঠাৎ করে বুকে ব্যথা হওয়ায় তৎকাল কমান্ড হাসপাতাল ভর্তি...

Related Articles

Popular Categories