এনবিটিভি: 95 শতাংশ মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ কে বার বার পিছিয়ে রাখা হয়েছে শিক্ষাক্ষেত্রে। এই অভিযোগ বরাবরই।মুর্শিদাবাদের বিশ্ববিদ্যালয়ের দাবিতে বারবার আন্দোলন করতে দেখা গেছে বিভিন্ন সামাজিক সংগঠনের । কিন্তু আজও মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গেল না।তাই এবার মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নামতে চলেছে অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন তথা আইমা।
অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিগত 11 বছর ধরে কাজ করে চলেছে, সাংগঠনিকভাবে উত্তরবঙ্গের সাজিয়ে তুলেতে মাঠে নেমে পড়েছে আইমা।
শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গার মিতালী হলে মুর্শিদাবাদের জেলা কমিটি গঠন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক পীরজাদা সৈয়দ রুহুল আমিন। রাজ্য ও জেলায় স্তরের নেতৃত্ববৃন্দ।